জেলের মাঠে ঘুরে বেড়াচ্ছে একটি সাদা-কালো রঙের বিড়াল। দৌড়ে গিয়ে সেটিকে পাকড়াও করলেন জেলের নিরাপত্তারক্ষীরা! কিন্তু কেন? কারণটি লুকিয়ে রয়েছে বিড়ালটির পেটে। সেই বিড়ালটি যে-সে বিড়াল নয়, নিরাপত্তরক্ষীর হাতে ‘ধরা পড়া’ সেই বিড়ালের সঙ্গে রয়েছে মাদকচক্রের যোগ। সম্প্রতি কোস্টা রিকার পোকোসি জেলখানার সেই রকমই এক ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, কোস্টা রিকার সেই জেলখানার মাঠে ঘাসের উপর ঘুরে বেড়াচ্ছিল একটি বিড়াল। সেটিকে দেখতে পেয়ে ছুটে যান জেলরক্ষীরা। বিড়ালটির ঘুরে বেড়ানো তাঁদের কাছে সন্দেহজনক ঠেকে। তাঁদের সন্দেহই ঠিক হয়। বিড়ালটিকে ধরেই তাঁরা বুঝতে পারেন যে, সেটির পেটের কাছে কিছু বাঁধা রয়েছে। সেগুলিকে খোলার পর তাঁদের চোখ কপালে উঠে যায়। বেশ অনেকটা পরিমাণ মাদক দ্রব্য ও মাদক বানানোর সরঞ্জাম সেই পুঁটলি থেকে উদ্ধার করা গিয়েছে। এর সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিড়ালটিকে তাঁরা কোস্টা রিকার জাতীয় প্রাণী স্বাস্থ্য পরিষেবার হাতে তুলে দিয়েছেন। সেটির স্বাস্থ্যপরীক্ষা করে দেখা হবে যে, সেটির শরীরের ভিতরেও কিছু পাওয়া যায় কি না।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, টেবিলের উপর বসে রয়েছে একটি সাদা-কালো রঙের বিড়াল। সেটিকে সাদা রঙের তোয়ালের সাহায্যে ধরে রেখেছেন এক জন তরুণ। বিড়ালটির পেটে মোড়ানো রয়েছে পাতলা একটি সাদা রঙের কাপড়। অন্য এক তরুণ কাঁচি দিয়ে সেই কাপড়টিকে কাটছেন। কাপড়টি কাটতেই বেরিয়ে এল দুটো কালো রঙের প্যাকেট। সেই প্যাকেট থেকেই পাওয়া গেল মাদক দ্রব্য। পেটের কাছ থেকে কাপড়টি খুলতেই বিড়ালটি নড়েচড়ে বসল। তাকে দেখে মনে হল যে সে হাঁপ ছেড়ে বাঁচল। কোস্টা রিকার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘সেএসডটকম’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় আড়াই হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকেরা বিড়ালটির প্রতি সমবেদনা জানিয়েছেন। এক দল নেটাগরিক বিড়ালটিকে ‘পাবলো মিউবার’ আখ্যা দিয়েছেন।