বাচ্চা শোওয়ানোর বিশেষ দোলনায় শুয়ে রয়েছে একটি শিশুকে। তাকে দেখভালের দায়িত্বে রয়েছে একটি গোল্ডেন রেট্রিভার প্রজাতির সারমেয়। সোনালি লোমে ঢাকা কুকুরটি সেই দায়িত্ব পালন করছে অত্যন্ত নিপুণতার সঙ্গে। দোলনায় শুয়ে থাকা শিশুকে অনবরত নিজের সামনের পায়ের সাহায্যে দুলিয়ে চলেছে সে। শিশুটিও অবাক চোখে চারিপাশ চেয়ে চেয়ে দেখছে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাচ্চা শোওয়ানোর বিশেষ দোলনায় শোয়ানো রয়েছে একটি শিশুকে। তার পিছনে বসে রয়েছে একটি কুকুর। কুকুরটি তার সামনের একটি পা তুলে রেখেছে সেই দোলনার উপরে। কারণ, কুকুরটির উপরই পড়েছে শিশুটিকে দেখে রাখবার ভার। আর সেটা সে মাথা পেতে নিয়েছে। অত্যন্ত যত্ন ও ধৈর্যের সঙ্গে শিশুটিকে দোল খাওয়াচ্ছে সারমেয়টি। চোখেমুখে কোনও বিরক্তির ছাপ নেই, পা দিয়ে দোলনা নাড়ানোর মাঝে বিরতিরও দরকার পড়ছে না তার। কুকুরটি একনাগাড়ে শিশুটিকে দোল দিয়েই চলেছে। পাছে শিশুটি যদি ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে, তাই একটি বারের জন্যও সে দোল দেওয়া থামাচ্ছে না। শিশুটিও চারপেয়ে বন্ধুর সঙ্গ পেয়ে বেশ খুশি হয়েছে। সে-ও ছোট্ট ছোট্ট চোখ মেলে, দোল খেতে খেতে চারিপাশ চেয়ে দেখছে। মন ভাল করা মিষ্টি সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
মাটির মধ্যে ওটা কী? ক্রেন দিয়ে মাটি তুলতে গিয়ে উঠল দৈত্যাকার সাপ! তার পর... ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো
-
পিছু নিয়েছে কুচকুচে সাপ, ‘প্রাণ হাতে’ পাহাড় বেয়ে নামতে গিয়ে পড়ে গেলেন তরুণ! তার পর... ভাইরাল ভিডিয়ো
-
সিংহীকে সরাসরি চ্যালেঞ্জ! শিং উঁচিয়ে তেড়ে গেল হরিণ, পড়ে গেল মুখ থুবড়ে, তার পর... ভাইরাল ‘লড়াই’য়ের ভিডিয়ো
আরও পড়ুন:
‘এলিগোল্ডেনলাইফ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা মন ভাল করা মন্তব্য করেছেন।