রাস্তার পাশের নর্দমার জলে চোখ রাখলে আর্বজনার পাশাপশি নানা ছোট ছোট মাছের কিলবিল করে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে পাওয়া যায়। সেই সকল মাছ দেখে মনে হয় তারা সেখানেই খুশি। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গেল এক অন্য রকম দৃশ্য। নর্দমা থেকে একটি মাছ পাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। মাছটি তার সেই চেষ্টায় সফলও হল। চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা থেকে পাড় বেয়ে নর্দমার মধ্যে জল পড়ছে। সেখানে স্থির হয়ে ‘দাঁড়িয়ে’ রয়েছে একটি কমলা রঙের মাছ। তার শখ হয়েছে নর্দমার বাইরের বিশ্বটিকে দেখার। তাই সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। সরু সেই জলের স্রোত অনুসরণ করেই নর্দমার পাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে লাগল মাছটি। কিছু ক্ষণ পর সে তার লক্ষে পৌঁছিয়েও গেল। জলের স্রোত বেয়ে একটু এগিয়েই রাস্তার উপর ঝাঁপিয়ে পড়ল খুদে মাছটি। তার পর শান্ত হয়ে সেখানেই কিছু ক্ষণ শুয়ে রইল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেচার ইজ় আমেজ়িং’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় সাড়ে পাঁচ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ইতিমধ্যে ছয় লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে অনুপ্রাণিত হয়েছেন।