উঠোনের মধ্যে দিয়ে লাফিয়ে চলেছে একটি ব্যাঙ। সেটির পিছু নিল দু’টি ‘দুষ্টু’ বিড়াল। সেটিকে ধরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে তারা। ব্যাঙটি তাদের ফাঁদে ধরা না দেওয়ার জন্য লাফিয়ে আগে আগে চলে যেতে লাগল। কিন্তু বিড়াল দু’টিও তাকে ছেড়ে দিতে নারাজ। তারা দু’জনেও লাফিয়ে গিয়ে ব্যাঙটির দু’পাশে দাঁড়াল। তার পর একদৃষ্টে ব্যাঙটির চালচলন দেখে চলল তারা। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিমেন্ট বাঁধানো উঠোনে লাফিয়ে চলেছে একটি ব্যাঙ। সেটির সঙ্গে খেলার ইচ্ছা জাগল দুই মার্জারের মনে। ব্যাঙটিকে দেখে তার দিকে দৌড়ে গেল তারা। বিড়ালদের ভাবগতিক সুবিধার নয় বুঝতে পেরে ব্যাঙটি আবার একটা লাফ দিল। কিন্তু বিড়াল দু’টিও তাদের লক্ষ্যে স্থির, তারা ব্যাঙটিকে চাঁটি মেরেই ছাড়বে। ব্যাঙটির লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল দু’টিও লাফাতে লাফাতে এগোতে থাকল। ব্যাঙটি এ বার কিছু ক্ষণ চুপ করে বসে থাকল। দুই মার্জার তখন তাকে ভাল করে দেখে নিল। ব্যাঙের বসে থাকার সুযোগ নিয়ে একটি বিড়াল এগিয়ে গিয়ে তার গায়ে চটাং করে একটা থাবা বসাল। থাবার বাড়ি খেয়ে ব্যাঙটি আবার পড়ি কি মড়ি করে লাফাতে লাফাতে এগোতে থাকল। বিড়াল দু’টি আবার সেটির পিছু নিল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘আন্দামান_বেবি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দশ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করে ভিডিয়োটির কমেন্টবাক্স ভরিয়ে দিয়েছেন। নেটাগরিকেরা বিড়ালদের কাণ্ড দেখে মজা পেয়েছেন।