Advertisement
E-Paper

ট্রেনে উঠতে পারেনি পরিবার, দরজায় পা রেখে ট্রেন আটকে রাখলেন তরুণী! আইন ভাঙার জন্য পেলেন শাস্তিও

তরুণী দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। একটি পা বার করে দরজাটি বন্ধ হওয়া আটকাচ্ছেন তিনি। দরজা খোলা থাকায় ট্রেনটি স্টেশন ছেড়ে এগোতে পারেনি। পুলিশকর্মীরা তাঁকে জোর করে কামরার ভিতরে ঢোকানোর চেষ্টা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:০১
passenger tried to stop the train

ছবি: সংগৃহীত।

চিনের গণ পরিবহণ ব্যবস্থার সুখ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়েই। রেলপথই হত তাদের অন্যতম পরিবহণ ব্যবস্থা। দ্রুত গতির ট্রেনগুলি নির্দিষ্ট সময় অন্তর ছাড়ে স্টেশন থেকে। সেই রকমই একটি স্টেশনে পরিবারের সদস্যদের জন্য ট্রেন থামিয়ে রাখলেন এক তরুণী। সংবাদ প্রতিবেদন অনুসারে চিনের শেনজ়েন স্টেশনে ঘটেছে এই ঘটনা। ট্রেনের দরজা আটকে বেশ কিছু ক্ষণের জন্য পরিষেবা ব্যাহত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটির একট ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। একটি পা বার করে দরজাটি বন্ধ হওয়া আটকাচ্ছেন তিনি। দরজা খোলা থাকায় ট্রেনটি স্টেশন ছেড়ে এগোতে পারেনি। পুলিশকর্মীরা ওই তরুণীকে জোর করে কামরার ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। দরজা খোলা রেখে ওই তরুণী তাঁর পরিবারের সদস্যদের তাড়াতাড়ি ট্রেন ধরার ইঙ্গিত করতে থাকেন। এক পুলিশকর্মী গায়ের জোরে তাঁকে কামরায় ঢুকিয়ে দিতে গেলে তরুণী তাঁকে ধাক্কা মারেন। স্টেশনকর্মীরা ক্রমাগত অনুরোধ করা সত্ত্বেও তিনি দরজা ছেড়ে নড়তে চাননি। এত কিছুর মাঝে তিনি বার বার ফোনের দিকেও নজর দিচ্ছিলেন। দরজা খোলা পেয়ে অবশেষে তাঁর পরিবারের লোকজন ট্রেনে উঠে পড়েন। ট্রেনও স্টেশন ছেড়ে নড়তে শুরু করে। ট্রেন চলাচল ব্যাহত করার অভিযোগে পরে জিয়ামেন স্টেশন থেকে তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অ্যানথ্রাক্স৭৮১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ১১ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে এই ভিডিয়োয়। ব্যক্তিগত স্বার্থে এই ভাবে ট্রেনের পরিষেবা ব্যাহত করার জন্য নেটাগরিকেরা তরুণীর আচরণের সমালোচনা করেছেন।

China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy