Advertisement
E-Paper

পান্নায় বিশাল ষাঁড়ের টুঁটি ধরে শিকার করল শ্বাপদ! দর্শকদের চোখের সামনে শিকার টেনে নিয়ে গেল বাঘ

একটি বড়সড় ষাঁড়কে শিকার করেছে ‘টাইগার ৬৩৩’ নামের একটি পুরুষ বাঘ। জাতীয় উদ্যানে বেড়াতে আসা কয়েক জন দর্শক সাক্ষী থাকলেন সেই অদ্ভুত দৃশ্যের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের রাজা যদি সিংহ হয় তবে শিকারের ক্ষেত্রে চাতুর্যের জন্য বাঘকেই সেরা বলে মনে করা হয়। শিকারকে দীর্ঘ ক্ষণ ধরে নজরে রেখে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে বসায় মরণকামড়। শক্ত চোয়ালের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া প্রায় অসম্ভবই হয়ে দাঁড়ায় শিকারের পক্ষে। সম্প্রতি মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে একটি বড়সড় ষাঁড়কে শিকার করেছে ‘টাইগার ৬৩৩’ নামের একটি পুরুষ বাঘ। জাতীয় উদ্যানে বেড়াতে আসা কয়েক জন দর্শক সাক্ষী থাকলেন সেই অদ্ভুত দৃশ্যের। সমাজমাধ্যমের নজর কেড়েছে ভিডিয়োটি।

ওয়াইল্ড লেন্স ইন্ডিয়া নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ২০ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ধরা পড়েছে রোমাঞ্চকর শিকারের দৃশ্যটি। গাড়ি করে ঘুরতে আসা পর্যটকেরা সামনে থেকে প্রত্যক্ষ করেছেন বাঘের শিকার ধরার দৃশ্যটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ষাঁড়টির টুঁটি ধরে ঝুলে রয়েছে বাঘটি। শ্বাপদের মরণ-কামড়ে নড়াচড়ার ক্ষমতা ছিল না প্রাণীটির। বাঁকানো শিং থাকা সত্ত্বেও কোনও প্রতিরোধ করে উঠতে পারেনি ষাঁড়টি। অসহায় ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেটি। বাঘটি ষাঁড়টিকে ধাক্কা মেরে ফেলে এবং তাকে নিয়ে টেনে যাওয়ার চেষ্টা করে।

শিকারের এই দৃশ্যটি স্বাভাবিক ভাবেই মন জয় করে নিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে শত শত মানুষ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

animal video Tiger reserve Madhya Prdesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy