বাসে উঠে খালি আসনের দিকে যাচ্ছিলেন এক বৃদ্ধা। বাস চলতে শুরু করার পরই প্রবল ঝাঁকুনিতে ছিটকে দরজা দিয়ে পড়ে গেলেন তিনি। চলন্ত বাস থেকে পড়ে যাওয়ার পর মারা যান ৭৪ বছরের বৃদ্ধা। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে। খালি আসনের দিকে যাওয়ার সময় বাস থেকে পড়ে যান ওই বৃদ্ধা। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শাড়ি পরা ওই বৃদ্ধা বাসে উঠেছেন। সামনেই দাঁড়িয়ে রয়েছেন কন্ডাকটর। তিনি ওঠার পর বাসটি বেশ জোরেই চলতে শুরু করে। বৃদ্ধা বাসে উঠে খালি একটি আসন দেখে বসার জন্য এগিয়ে যান। এমন সময় বাসটি ব্রেক কষে। সামলাতে না পেরে বৃদ্ধা পিছনে উল্টে পড়েন। বাসের দরজা খোলা থাকায় তিনি বাস থেকে চিৎপাত হয়ে পড়ে যান।
কন্ডাক্টর এবং সামনের সারিতে বসা অন্যান্য যাত্রী মহিলাকে ধরার চেষ্টা করেছিলেন বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। কিন্তু তারা ব্যর্থ হন। চালক তক্ষুনি বাসটি থামিয়ে দেন। কন্ডাক্টরও গাড়ি থেকে নেমে আসেন। বৃদ্ধাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট বেশি থাকায় তাঁকে বাঁচানো যায়নি। ‘অটোকাবির’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে বৃদ্ধার মর্মান্তিক পরিণতি দেখে নেটাগরিকেরা দুঃখপ্রকাশ করেছেন।