টেবিলের উপর শুয়ে ছিল অ্যালিগেটরের ছোট্ট ছানা। তার মুখের সামনে মাংসের টুকরো ধরতেই দাঁত দিয়ে কামড়ে ধরল। কিছুতেই আর খাবারের টুকরোটি ছাড়তে চাইল না সে। এক তরুণ মাংসের টুকরোটি ধরেছিলেন। তিনিও অ্যালিগেটরটিকে খাবার দিয়ে সেখান থেকে সরে পড়েননি। হাতেই মাংসের টুকরোটি ধরে রয়েছেন। অ্যালিগেটরটি কী করে, তা-ই দেখতে চাইছিলেন তরুণ।
হঠাৎ তিনি লক্ষ করলেন যে, অ্যালিগেটরটি মাংসের টুকরোটি কামড়ে ঝুলে পড়ল। তার পর খাবারের টুকরো নিয়ে গোল করে চারদিকে ঘুরপাক খেতে শুরু করল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ খেতে দিয়েছেন অ্যালিগেটরের একটি ছানাকে। হাতে মাংসের ছোট্ট টুকরো নিয়ে অ্যালিগেটরের মুখের কাছে ধরলেন তিনি। অ্যালিগেটরটিও খাবার দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। মাংসের টুকরোয় কামড় দিয়ে ঝুলে থাকল সে।
তরুণও তাঁর হাত থেকে মাংসের টুকরোটি ফেলছেন না। এ দিকে মুখের খাবার কোনও ভাবেই হাতছাড়া করবে না অ্যালিগেটরটি। তাই মাংসের টুকরোয় কামড় দিয়ে চারদিকে গোল গোল করে ঘুরপাক খেতে শুরু করল সে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘুরপাক খাওয়ার পদ্ধতির নাম ‘ডেথ রোল’। সাধারণত কুমির এবং অ্যালিগেটরের মতো সরীসৃপেরা এই কৌশলে শিকার করে তা নিয়ে জলে ডুবে যায়।