নদীর ধারে রোদ পোহাতে পোহাতে ঘুরছিল একটি ওয়াইল্ডবিস্ট। একা পেয়ে তাকে ঘিরে ধরল সিংহীর দল। প্রাণ বাঁচাতে ছুট লাগাল ওয়াইল্ডবিস্টটি। সিংহীরা কামড় বসাতে গেলে শূন্যে লাফ দিয়ে উঠল সে। তার পর নদীতে লাফিয়ে নেমে রুদ্ধশ্বাসে দৌড়ে পালাল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হার্বিভোরকিংডম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ওয়াইল্ডবিস্টকে শিকার করার জন্য তার পিছনে তাড়া করেছে সিংহীর দল। শিকারকে সামনে পেয়ে তাকে ঘিরে ধরল কয়েকটি সিংহী। ঘাড়ে কামড় বসানোর জন্য এগোতেই শূন্যে লাফ দিয়ে উঠল ওয়াইল্ডবিস্টটি।
সিংহীদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল সে। তার পর নদীতে লাফ দিয়ে এক ছুটে জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল ওয়াইল্ডবিস্টটি। তার পিছন পিছন নদী পার করে দৌড় দিল সিংহীর দলও। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রাণ বাঁচানোর কী তাগিদ! কত উঁচুতে লাফ দিয়ে সিংহীদের খাবি খাওয়াল!’’