জঙ্গল থেকে বেরিয়ে পড়ে রাস্তায় টহল দিতে শুরু করেছে দুই গন্ডার। হেলেদুলে হাঁটতে হাঁটতে একটি মদের দোকানের সামনে হাজির হল তারা। শত চেষ্টা করেও তাদের দোকানের সামনে থেকে সরানো গেল না। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল দু’টি একশৃঙ্গ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাজ লখানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারের একটি মদের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে দু’টি বিশাল গন্ডার। দোকানদারের পাশাপাশি স্থানীয়েরাও জড়ো হয়ে গিয়েছে সেখানে।
সকলে মিলে গন্ডার দু’টিকে দোকানের সামনে থেকে ঠেলে সরানোর চেষ্টা করছেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। দোকান থেকে সরার নামগন্ধ নেই দু’টি গন্ডারের। সম্প্রতি অসমের একটি মদের দোকানে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কিছু ক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে থাকার পর অন্য দিকে হাঁটা লাগায় জোড়া গন্ডার।
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির ফোয়ারা ছুটতে শুরু করে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গন্ডার দু’টিও হয়তো মদ্যপান করতে চেয়েছিল। তাই দোকানের সামনে হাজির হয়েছে।’’