বৃষ্টিভেজা রাস্তায় একা একাই টহল দিতে বেরিয়েছে মস্ত বড় এক ভালুক। রাস্তার ধারে রাখা ছিল ময়লা ফেলার একটি পাত্র। তা দেখেই মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল ভালুকের। রাস্তায় পাত্রটিকে উল্টে ফেলে তা ভাঙার চেষ্টা করতে লাগল সে। কিন্তু শত চেষ্টা করেও সফল হতে পারল না ভালুকটি। ময়লার পাত্রের উপর দাঁড়িয়ে ভালুকটি যেমন অঙ্গভঙ্গি করছিল, তা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বৃষ্টিতে ভিজে একটি ভালুক আবর্জনার পাত্রের উপর উঠে ক্রমাগত লাফিয়ে যাচ্ছে। এই ঘটনাটি সম্প্রতি আলাস্কায় ঘটেছে। বৃষ্টিতে ভিজে একা একা রাস্তায় ঘুরছিল একটি ভালুক। রাস্তার ধারে আবর্জনার পাত্র রাখা রয়েছে দেখে তা নিয়ে খেলা করতে শুরু করে দেয় সে।
মাঝরাস্তায় ময়লার পাত্রটি উল্টে ফেলে সেটি দুমড়ে-মুচড়ে ফেলার চেষ্টা করতে থাকে ভালুকটি। কিন্তু পাত্রটি আর ভাঙতে পারে না সে। কাজে সফল না হওয়ায় বিরক্ত হয়ে যায় ভালুকটি। সামনের দুই পা তুলে তা দিয়ে বার বার পাত্রটিকে চাপ দিতে থাকে সে। একনজরে দেখলে মনে হয় যে, আবর্জনার পাত্রটিকে সিপিআর দিচ্ছে ভালুকটি।
সাধারণত, কোনও ব্যক্তি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে সময়মতো সিপিআর বা ‘কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন’ দেওয়া গেলে তা জীবনদায়ী হয়ে উঠতে পারে। যে পদ্ধতিতে বুকে চাপ দিয়ে সিপিআর দেওয়া হয়, ভালুকটিকে দেখে মনে হল অবিকল একই ভাবে পাত্রে চাপ দিচ্ছে। ভিডিয়োটি দেখে মজা করে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভালুকটিকে দেখে মনে হচ্ছে সিপিআর দিচ্ছে। এমন চিকিৎসকের খোঁজ পাওয়াও ভাগ্যের ব্যাপার।’’