পশুপাখিদের খেলা দেখার জন্য মঞ্চের চারপাশে জড়ো হয়েছিলেন দর্শক। এক এক করে সকল পারফর্মার মঞ্চে উঠে পশুপাখিদের খেলা দেখাচ্ছিলেন। কিছু ক্ষণ পর শুরু হল ভালুকের খেলা। একটি ভালুক খেলা দেখিয়ে নামতেই দ্বিতীয় ভালুকটিকে নিয়ে মঞ্চে উঠছিলেন এক তরুণ। কিন্তু মঞ্চে ওঠার আগেই সেই তরুণের উপর ঝাঁপিয়ে পড়ল অতিকায় ভালুকটি। তরুণকে উদ্ধার করতে এগিয়ে গেলেন সেখানে উপস্থিত অন্য কর্মীরা। ভালুকটিকেও বেঁধে নিয়ে যাওয়া হল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শনিবার এই ঘটনাটি পূর্ব চিনের জ়েজিয়াং প্রদেশের হাংজ়োউ সাফারি পার্কে ঘটেছে। সাফারি পার্কের তরফে পশুপাখির খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। ভালুকের খেলা দেখাতে মঞ্চে উঠছিলেন এক তরুণ। মঞ্চে ওঠার সময় সেই তরুণের উপর ঝাঁপিয়ে পড়ে ভালুকটি। তরুণকে রক্ষা করতে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। ভালুকটি তরুণকে ফেলে দিয়ে তাঁর উপর দাঁড়িয়ে পড়েছিল। কোনও ক্রমে তরুণকে উদ্ধার করা হয়।
ভালুকটিকেও অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই ঘটনায় তরুণ আহত হননি। ভালুকটিও নিরাপদে রয়েছে। আসলে, তরুণের কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে গাজর এবং আপেল রাখা ছিল। মঞ্চে ওঠার আগে সেই ব্যাগের দিকে নজর পড়ে যায় ভালুকটির। তরুণের কাছ থেকে খাবারভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্যই ভালুকটি ঝাঁপিয়ে পড়েছিল বলে জানান কর্তৃপক্ষ।