খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটি ব্ল্যাক প্যান্থার। গাছের ডাল থেকে একটি দড়ি দিয়ে বাঁধা ছিল একটি দোলনা। কিছু ক্ষণ দোলনার দিকে তাকিয়ে তাতে লাফ দিয়ে উঠে পড়ল সে। তার পর শুয়ে শুয়ে মনের আনন্দে দোল খেতে লাগল ব্ল্যাক প্যান্থারটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জ়েডএচিতাকনজ়ার্ভেশন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্ল্যাক প্যান্থার শুয়ে শুয়ে খাঁচার ভিতর ঝোলানো দোলনায় দোল খেয়ে যাচ্ছে। খাঁচার ভিতর ঘোরাঘুরি করতে করতে দোলনার পাশে দাঁড়িয়েছিল ব্ল্যাক প্যান্থারটি। কয়েক সেকেন্ড দোলনার দিকে অবাক চোখে তাকিয়ে ছিল সে। মুহূর্তের মধ্যে লাফ দিয়ে দোলনায় উঠে পড়ল সে।
দোলনায় লাফ দিয়ে চার পা উপরের দিকে তুলে শুয়ে পড়ল ব্ল্যাক প্যান্থারটি। শুয়ে শুয়েই ক্রমাগত দোল খেতে লাগল। দুলতে দুলতে আবার মাথা ঝুঁকিয়ে আকাশের দিকে তাকাল সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী সুন্দর মনের আনন্দে দোল খেয়ে যাচ্ছে! জীবনে কোনও চিন্তাই নেই!’’