নাতিকে ভালবেসে একটি মেগাফোন মাইক কিনে দিয়েছিলেন তার দিদা। সেই মাইক নিয়েই দিদাকে চমকে দিল খুদে। একটি দোকানে চাকরি করেন বৃদ্ধা। জন্মদিনেও ছুটি পাননি তিনি। তাই দিদাকে জন্মদিনে চমক দিতে মাইক হাতে সোজা দোকানে ঢুকে গেল তাঁর নাতি। সকল খদ্দেরের সামনে গলা ছেড়ে গান করে দিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসি৭শিকাগো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক খুদে হাতে মস্ত বড় মাইক নিয়ে দোকানে হাজির হয়েছে। দোকানের ভিতর দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। খুদে মাইক হাতে গলা ছেড়ে ক্রেতাদের ভিড়ে দাঁড়িয়ে সেই বৃদ্ধার উদ্দেশেই গান গাইতে শুরু করে।
বৃদ্ধাকে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় সে। তার পর এক বাচ্চা ছেলে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে গিয়ে বৃদ্ধাকে বেলুন এবং ফুলের তোড়া উপহার দেয়। দুই খুদের এই কাণ্ড দেখে ক্রেতারা হাততালি দিতে শুরু করেন। বৃদ্ধার চোখে তখন জল। এই ঘটনাটি সম্প্রতি নর্থ ক্যারোলিনার একটি দোকানে ঘটেছে। ওই বৃদ্ধা আসলে খুদেগুলির দিদা। জন্মদিনে ছুটি পাননি তাদের দিদা। তাই জন্মদিনে ‘সারপ্রাইজ়’ দিতে নিজেরাই হাজির হয়ে গিয়েছে দোকানে। নাতিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধা।