মত্ত অবস্থায় বিতণ্ডা চলাকালীন মহিলাকে সজোরে ধাক্কা মেরেছিলেন। সঙ্গে সঙ্গে উচিত শিক্ষা পেলেন যুবক। ঘটনাস্থলে থাকা কয়েক জন একসঙ্গে চড়াও হলেন তাঁর উপরে। দিলেন বেদম প্রহার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদেশের একটি রাস্তায় দুই মাতালের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে কোনও একটি বিষয় নিয়ে। বিতণ্ডা শীঘ্রই পৌঁছে গেল ধাক্কাধাক্কিতে। সামনেই দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তিনি মধ্যস্থতার চেষ্টা করলে দুই যুবকের মধ্যে কালো টিশার্ট পরা এক জন তাঁকে ধাক্কা মারলেন। পড়ে গেলেন মহিলা। তা দেখে ঘটনাস্থলে উপস্থিত অন্য কয়েক জন মারধর শুরু করলেন মহিলাকে ধাক্কা মারা যুবককে। যুবককে মাটিতে ফেলে লাথি মারতে শুরু করলেন তাঁরা। মার খেয়ে অজ্ঞান হয়ে গেলেন মদ্যপ যুবক। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সেকেন্ড বিফোর ডিজ়াস্টার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মজার মন্তব্যও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘উচিত শিক্ষা পেয়েছেন যুবক। মহিলার গায়ে হাত দেওয়ার ফল হাতেনাতে পেয়েছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই জন্য মদ খেয়ে বেশি লাফালাফি করতে নেই।’’