কামরার মধ্যে ভুট্টার দানা ভরে ছুটছিল মালবাহী ট্রেন। রেললাইনের দু’পাশে খেত। তার মাঝখান দিয়েই ছুটে চলেছে ট্রেনটি। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ১৪ কামরার মালবাহী ট্রেনের কয়েকটি কামরা রেললাইনের মধ্যেই উল্টে পড়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এনটিডি নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মালবাহী ট্রেনের কয়েকটি কামরা রেললাইনের উপর খেলনা গাড়ির মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি ব্রাজ়িলের সাও পলো প্রদেশের আরারাকুয়ারা এলাকায় ঘটেছে।
রেললাইনের উপর দাঁড়িয়েছিল একটি ট্রাক। সেই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মালবাহী ট্রেনের। ট্রেনের কামরাগুলি ভুট্টার দানা দিয়ে ভর্তি রাখা ছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের কয়েকটি কামরা রেললাইনের উপর উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে সেই কামরাগুলিকে সরানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে যে, দুর্ঘটনার পর সাময়িক ভাবে রেল পরিষেবা থমকে গেলেও শুক্রবার তা স্বাভাবিক হয়ে যায়।