বিড়ালের পিছন পিছন ঘুরছিল একটি হাঁস। সুযোগ পেতেই বিড়ালের লেজে কামড় বসিয়ে দিল হাঁসটি। তাতে বিড়ালটি গেল বেজায় খেপে। দিল হাঁসের মুখে থাবা বসিয়ে । মারধর চলল প্রচুর। হার মানল না হাঁসটিও। খুনসুটি করতে বিড়ালের গায়ে দিল সুড়সুড়িও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি মজার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাঁসের মুখে ক্রমাগত পা দিয়ে মেরে যাচ্ছে একটি বিড়াল। থামছে না সে কিছুতেই। আসলে বিড়ালের পিছু পিছু হাঁটার সময় তার লেজে কামড় বসিয়ে দেয় হাঁসটি। তাতেই রাগ হয়ে যায় বিড়ালের। পা তুলে হাঁসের মুখে মারতে থাকে সে। হাঁসটিও কম যায় না।
বিড়ালের গায়ে ঠোঁট দিয়ে সুড়সুড়ি দিতে শুরু করে সে। তাতে বিড়ালটি বিরক্ত হয়ে সামনের দুই পা তুলে আবার হাঁসটিকে মারতে শুরু করে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটিকে জ্বালিয়ে মারল হাঁসটি। খুবই মজার ঘটনা। আমার হাসি থামছেই না।’’