বাঁদরের সামনে শান্ত হয়ে বসে ছিল একটি বিড়াল। মুখ ঘুরিয়ে এ দিক-সে দিক দেখছিল সে। তার কপালে হঠাৎ চুমু এঁকে দিল বাঁদরটি। তার পর সন্তানদের সামনেই বিড়ালটিকে কোলে তুলে আদর করতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ক্যাট্সঅফলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিড়ালকে কোলে তুলে আদর করছে একটি বাঁদর। প্রথমে বিড়ালের মাথায় চুমু খেয়ে তার শরীরে মুখ ঘষতে শুরু করে বাঁদরটি। আদর খেয়ে বাঁদরের কোলে উঠে পড়ে বিড়ালটি। তাকে আরও কাছে টেনে নেয় বাঁদরটি।
তা দেখে সেখানে চলে আসে বাঁদরের সন্তানেরা। তাদের মা যে বিড়ালছানাকে আদর করছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে বাঁদরছানাগুলি। তার পর বিড়ালটিকে কোলে তুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে বাঁদরটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘বিড়ালছানাটি এতই মিষ্টি দেখতে যে সকলের আদর করতে ইচ্ছা করবে। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’