প্রিয় তারকার মুখ থেকে ক্রমশ রক্ত ঝরে পড়ছে। মারধর করা হচ্ছে তাঁকে। এই অত্যাচারের দৃশ্য আর দেখতে পারছিলেন না তরুণ। তাই আসন থেকে উঠে গিয়ে প্রেক্ষাগৃহের পর্দা ছিঁড়তে শুরু করেন তিনি। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অ্যামেজ়িং_অ্যাঙ্কলেশ্বর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্রেক্ষাগৃহের বড় পর্দায় ‘ছাওয়া’ প্রদর্শিত হচ্ছে। বলি অভিনেতা ভিকি কৌশলের রক্তাক্ত মুখ। পছন্দের নায়কের প্রতি অত্যাচারের দৃশ্য মেনে নিতে পারেননি এক তরুণ দর্শক। তাই আসন ছেড়ে উঠে পর্দা ছিঁড়ে ফেললেন তিনি। ঘটনাটি রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে গুজরাতের ভরুচের এক প্রেক্ষাগৃহে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণের নাম জয়েশ ভাসাভা। মত্ত অবস্থায় ‘ছাওয়া’ দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমা চলাকালীন চিত্রনাট্যের প্রয়োজনে ভিকির উপর অত্যাচারের দৃশ্য রাখা হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেননি দর্শক। আসন ছেড়ে উঠে পর্দা ছিঁড়ে ফেলতে শুরু করেন তিনি। অন্য দর্শকেরা চেঁচামেচি শুরু করলে সেখানে ছুটে যান প্রেক্ষাগৃহের নিরাপত্তারক্ষী। তার পর ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায়। মত্ত তরুণকে আটক করে পুলিশ।
কয়েক দিন আগেই নাগপুরের এক প্রেক্ষাগৃহে ‘ছাওয়া’ চলাকালীন রাজপোশাক পরে ঘোড়ায় চেপে এক তরুণ ঢুকে পড়েছিলেন। প্রেমদিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর ছবি ‘ছাওয়া’। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ভিকিকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী রশ্মিকা মন্দনা। এই ছবিতে যেসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজ়েবের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন বলি অভিনেতা অক্ষয় খন্না।