কোমরে বাঁধা গেরুয়া রঙের কাপড়। রংমিলান্তি করে পরা স্নিকার্স। ঊর্ধাঙ্গ অনাবৃত। এই বেশেই ঘোড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন যোগগুরু রামদেব। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি প্রচারমূলক ভিডিয়ো পোস্ট করে নজর কেড়েছেন তিনি।
‘স্বামী রামদেব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি ঘোড়া ছোটাচ্ছেন। ঘোড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন যোগগুরু রামদেব। ঘোড়ার সঙ্গে তাল মিলিয়ে ছুটছেন তিনি। কিছু ক্ষণ পর দেখা যায়, রামদেব এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন এবং সাদা ঘোড়াটি সামনের দিকে এগিয়ে গেল। এর পর একটি টেবিলের দিকে এগিয়ে গেলেন রামদেব। সেখানে গিয়ে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে ‘চিরযুবক’ থাকার পন্থা জানাতে শুরু করলেন।
কোন উপকরণের মিশ্রণ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ‘চিরযুবক’ থাকা যায় তা জানান তিনি। পতঞ্জলি সংস্থার এই প্রচারমূলক ভিডিয়োটি পোস্ট করতেই নেটাগরিকদের অধিকাংশের নজর কাড়েন তিনি। ৫৯ বছর বয়সেও রামদেব যে এত সুস্থ এবং সবল রয়েছেন তা দেখে প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। কয়েক জন নেটব্যবহারকারী আবার বিষয়টি নিয়ে মজা করেছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘রামদেবের সামনে অনেকে বুড়ো হয়ে গিয়েছেন। কিন্তু তাঁর কোনও দিনও বয়স হবে না।’’