রান্নাঘরে বসে নিজের পায়ে মুখ ঘষছিল একটি বিড়াল। হঠাৎ পিছন থেকে একটি এমু এসে দিল বিড়ালের পায়ে খোঁচা। চমকে উঠে একেবারে শূন্যে লাফ দিয়ে উঠল বিড়ালটি। বিড়ালকে ভয় পেয়ে যেতে দেখে সেখান থেকে পালিয়ে গেল এমুটিও। সমাজমাধ্যমে এমনই এক মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘রাম্বলিংলোয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রান্নাঘরের ভিতর বসে আপন মনে নিজের পায়ে মুখ ঘষছিল একটি বিড়াল। তার পিছন দিক থেকে এগিয়ে যায় একটি এমু। এমুকে লক্ষ করেনি বিড়ালটি। বিড়ালের পায়ের কাছে গিয়ে ঠোঁট দিয়ে খোঁচা দেয় এমুটি। হঠাৎ খোঁচা খেয়ে ভয় পেয়ে শূন্যে লাফিয়ে ওঠে বিড়ালটি।
তার পর রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে যায় সে। বিড়ালের ভয় পাওয়া দেখে চমকে যায় এমুটিও। কিছু বুঝতে না পেরে সে-ও রান্নাঘর থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে বিড়ালের প্রতিক্রিয়া দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটির চমকে ওঠা দেখে আমি আর হাসি থামাতে পারছি না। খুবই মজার ঘটনা।’’