রাস্তায় চার পা ছড়িয়ে ঘুমের মধ্যে ডুবে রয়েছে একটি বিড়াল। দেখে মনে হচ্ছে যে, হুঁশ হারিয়ে ফেলেছে সে। তার ঘুম ভাঙাতে সেখানে ঘোরাফেরা করছে একটি পায়রা। ‘কুম্ভকর্ণের ঘুম’ ভাঙাতে একেবারে বিড়ালের মুখের উপর চেপে বসল সে। পায়রার চাপে ঘুম ভেঙে গেল বিড়ালের। তবে ঘুম ভাঙানোর জন্য রেগে গিয়ে পায়রাকে আবার ‘শাস্তি’ও দিল বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ভেলি_৭৭৭_১১১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল রাস্তায় অঘোরে ঘুমোচ্ছে। সেখানে ঘোরাফেরা করছে একটি পায়রা। বিড়ালের ঘুম ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে। কিছু ক্ষণ বিড়ালের মুখের চারপাশ ঘোরার পর তার গলার উপর উঠে পড়ল পায়রাটি। তার পর ধীরে ধীরে মুখের কাছে সরে পড়ল। ঠিক তখনই ঘুম ভেঙে যায় বিড়ালের।
চমকে উঠে পায়রাকে মারতে শুরু করে দেয় সে। যেন ঘুম ভাঙানোর জন্য ‘শাস্তি’ দিচ্ছে তাকে। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘পায়রার সাহস তো কম নয়! বিড়ালের ঘুম ভাঙিয়ে দিয়ে খুব অন্যায় করেছে সে।’’