খোলা ছাদে সোফার উপর তরুণের পাশে বসেছিল একটি সিংহী এবং একটি বিড়াল। বিড়ালকে দেখে তাকে আদর করতে শুরু করল সিংহীটি। কিন্তু ‘বনের রানি’র কাছে আদর খেতে পছন্দ করল না বিড়াল। সিংহীর গালে থাবা বসিয়ে দিল সে। বিড়ালের মার খেয়ে মুষড়ে পড়ল সিংহী। তার মনখারাপ দেখে সিংহীর গলায় আদর করে দিলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘_.৭১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের পাশে বসে রয়েছে তার পোষ্য বিড়াল। সোফায় বসে পোষ্য এবং তার মালিককে সঙ্গ দিচ্ছে এক সিংহী। সিংহীর গলায় রয়েছে বন্ধনী। নেটাগরিকদের একাংশের দাবি, সিংহীটি ওই তরুণের পোষ্য।
সোফায় বসে বিড়ালের সঙ্গে খেলাধুলা করতে শুরু করে সিংহীটি। বিড়ালের শরীরে মুখ ঘষতে শুরু করে সে। কিন্তু এই আদর একেবারেই অপছন্দ বিড়ালের। আপত্তি জানিয়ে সিংহীর গালে এক থাবা বসিয়ে দিল বিড়ালটি। বিড়ালের কাছে মার খেয়ে লজ্জায় লাল হয়ে গেল সিংহীর মুখ। তরুণের কাছে গুটিসুটি মেরে বসে পড়ল সে। তরুণও বিষয়টি বুঝতে পেরে সিংহের গলায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন।