গতি, তৎপরতা এবং আত্মবিশ্বাস। এই তিন শব্দ যে প্রাণীর চরিত্রের সঙ্গে মেলে, সে হল বিড়াল। এ বার সেই বিড়ালকে এক ভয়ঙ্কর সাপের মুখ থেকে শিকার ছিনিয়ে নিতে দেখা গেল। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছের উপর উঠে পাখি শিকার করেছে একটি বিশালাকার সাপ। সাপটি গাছের ডাল থেকে নীচের দিকে ঝুলছে। সাপের মুখ থেকে ঝুলছে পাখি। ভয়ে পাখিটি চিৎকার করছে। সেই চিৎকার শুনে সেখানে উপস্থিত হয় এক বিড়াল। পাখিটি সাপের মুখে থাকলেও সেটিকে ‘চুরি’ করার ফন্দি আঁটে সে। সাপটি নাগালের মধ্যে আসার সঙ্গে সঙ্গে নীচ থেকে উপরের দিকে লাফ দেয় বিড়ালটি। চোখের পলকে সাপের মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়ে আবার নীচে নেমে আসে। আচমকা বিড়ালের হানায় চমকে যায় বিশাল সাপ। গাছ থেকে নীচে পড়ে যায় সে। ভয় পেয়ে পালিয়েও যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ‘মিস্টার গোকুল ৯৩৪৪১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইকের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কার খাবার কে খায়! এর জন্য কপাল থাকতে হয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সবই ঠিক আছে। কিন্তু পাখিটির জন্য খারাপ লাগছে।’’