দর্শকাসনে ভিড় জমিয়েছেন প্রচুর ব্যক্তি। হাঁস-মুরগির নিলামে গিয়েছেন তাঁরা। সেখানে একটি গরুরও নিলাম চলছিল। হৃষ্টপুষ্ট গরু কিনবেন বলে মোটা টাকা দর দিয়েছিলেন অনেকেই। কিন্তু গরুর নিলাম আর সম্পূর্ণ হল না। নিলাম চলাকালীন মঞ্চ ছেড়ে দর্শকাসনের দিকে তেড়ে গেল গরুটি। তার পর নিলামঘর থেকে পালানোর রাস্তা খুঁজতে গিয়ে ভাঙচুর শুরু করল গরুটি। সেই হুলস্থুল কাণ্ডে মঞ্চের ছাদ গেল ভেঙে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নাথিংইজ়আর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চ ছেড়ে দর্শকাসনের দিকে ছুটে গেল একটি গরু। মঞ্চ ছেড়ে পালানোর পথ খুঁজতে গিয়ে এ দিক-ও দিক দৌড়তে লাগল সে। কিন্তু পালাবার কোনও পথ পেল না।
ভয় পেয়ে আবার একই অভিমুখে দৌড়ে গেল সে। গরু এমন ভাবে খোলা মাঠে ছাড়া পেয়ে গিয়েছে দেখে দর্শকাসন থেকে দূরে সরে যান সকলে। পরে এক ব্যক্তি সাহস দেখিয়ে গরুটির কাছে যান। গরুটিকে তাড়া দিয়ে আরও ভয় দেখাতে শুরু করেন তিনি। গরুটি লাফাতে শুরু করে। তার ফলে মঞ্চের ছাদ ভেঙে যায়।
মঞ্চের ভাঙা ছাদের দিকে মুখ বাড়িয়ে দেখতে শুরু করে গরুটি। ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, চলতি সপ্তাহে এই ঘটনাটি আমেরিকার আরকানসাসে ঘটেছে। গরুটির নিলাম চলাকালীন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে সে। তার ফলেই মঞ্চের ছাদ ভেঙে যায়। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গরুটি চায়নি যে তাকে নিলামে ওঠানো হোক। তাই পালিয়ে প্রাণে বাঁচতে চাইছিল সে।’’