সন্ধ্যা নামতেই দোকানে ভিড় জমতে শুরু করেছে। দোকানের দরজাও খোলা। হঠাৎ সেখানে তড়িঘড়ি ঠুকে পড়ল এক ‘ক্রেতা’। তাকে দেখে চমকে উঠলেন দোকানের কর্মী-সহ অন্য ক্রেতারাও। গয়নার দোকানে ঢুকে পড়েছে একটি হরিণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নম্মা কোভাই’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গয়নার দোকান থেকে বেরিয়ে যাচ্ছে এক হরিণ। তাড়াহুড়ো করে বেরিয়ে রাস্তায় নেমে অন্য দিকে দৌড় দিল সে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের সোমানুর এলাকার একটি গয়নার দোকানে এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
স্থানীয়দের একাংশের দাবি, সোমানুর থেকে ৬০ কিলোমিটার দূরত্বে রয়েছে কুরুদি পাহাড়। সেই পাহাড়ে বহু হরিণের বাস। মাঝেমধ্যেই পাহাড় থেকে নেমে জনবসতিতে ঢুকে পড়ে হরিণ। দোকানের ভিতর হরিণের আবির্ভাব দেখে ক্রেতারা চমকে সরে গেলেও কেউ তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেননি। বরং হরিণটি যেন ভাল ভাবে দোকান ঘুরে দেখতে পারে সেই ব্যবস্থাও করে দেন সকলে।
নিজেদের জায়গা থেকে সরে গিয়ে দোকানের প্রায় অনেকটা অংশই হরিণের চলাফেরার জন্য ফাঁকা করে দেন তাঁরা। তবে মার্বেল বসানো পিচ্ছিল মেঝেতে টাল সামলাতে পারছিল না হরিণটি। তাই বেশি ক্ষণ দোকানের ভিতর না থেকে সে এক দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে যায়।