মহাকুম্ভে এসে স্বপ্নপূরণ হয়েছে। ‘পুণ্যস্নান’ করেছেন একসঙ্গে। আনন্দে মেলাপ্রাঙ্গণেই নাচলেন অশীতিপর দম্পতি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দম্পতি মহারাষ্ট্রের বাসিন্দা। মহাকুম্ভে স্নান করতে এসেছিলেন। আর স্নানের পরেই ওই ভাবে নেচে আনন্দপ্রকাশ করেছেন তাঁরা। তাঁদের নাচের সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে মন ভাল করা ভিডিয়োটি। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মহাকুম্ভ প্রাঙ্গণে আনন্দে মেতেছেন এক বৃদ্ধ দম্পতি। একে অপরের হাত ধরে ঘুরে ঘুরে নাচছেন। বৃদ্ধের পরনে সাদা জামা-প্যান্ট এবং টুপি। স্ত্রীর গায়ে রংবেরঙের শাড়ি। নাচশেষে বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁর স্ত্রীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি নিয়ে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি সম্প্রতি পোস্ট করা হয়েছে ‘হক সে সিঙ্গল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ২৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের মুখে হাসিও ফুটিয়েছে সেই ভিডিয়ো। অনেকেই বৃদ্ধ দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধ দম্পতির নাচ ঐশ্বরিক। ওঁরা যেন সব সময় খুব ভাল থাকেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল। একেই বলে সত্যিকারের ভালবাসা।’’