হাতি রেগে গেলে কতটা বিপজ্জনক হতে পারে, সেই দৃশ্যই এ বার ধরা পড়ল একটি ভিডিয়োয়। গাড়ি এবং দুই ব্যক্তিকে তাড়া করল বিশালদেহী এক হাতি। দৌড়ে পালানোর সময় ওই হাতির লাথিও খেতে হল এক জনকে। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যামেজিং নেচার’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি লাল রঙের গাড়ি। গাড়িটির ঠিক পাশে দৌড়চ্ছেন দুই যুবক। আর তাঁদের তাড়া করেছে একটি হাতি। বিশাল প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে রয়েছে। দুই যুবকের মধ্যে এক জন মাটিতে পড়ে যাওয়ার পরে তাঁকে লাথি মারে হাতিটি। এর পর মুখ ঘুরিয়ে চলে যায়। লাথি খাওয়া যুবক মাটি থেকে উঠে দাঁড়ান। রক্ষা পান দ্বিতীয় যুবক এবং গাড়িটিও।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘হাতি খুব বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। কিন্তু যা দেখলাম তা ভয়ঙ্কর। কেউ যদি ভাবেন দৌড়ে হাতিকে মাত দেওয়া যাবে তা হলে খুব ভুল ভাববেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যা বুঝলাম, হাতির থেকে দূরে থাকাই ভাল।’’