চোখের সামনে পুত্রকে জ্যান্ত গিলে নিল বিশালাকার হাম্পব্যাক তিমি। সেই ঘটনা ক্যামেরাবন্দি করলেন বাবা। তবে তার পরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের মধ্যে বোটে চড়ে যাচ্ছিলেন এক যুবক। কিছুটা দূরেই অন্য একটি বোটে ছিলেন তাঁর বাবা। পুত্রকে ক্যামেরাবন্দি করছিলেন তিনি। এমন সময়ই আবির্ভাব হয় এক দানবের। জল থেকে উঠে আসে বিশালাকার হাম্পব্যাক তিমি। তিমির ধাক্কায় বোট থেকে জলে পড়ে যান যুবক। এর পরেই ওই যুবককে গিলে ফেলে তিমিটি। ভয়ে চিৎকার করে ওঠেন তাঁর বাবা। পুরো ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখেন। তবে তার পরেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যুবককে জ্যান্ত উগরে দেয় তিমিটি। এর পর ওই যুবক সাঁতরে তাড়াতাড়ি বাবার বোটের দিকে চলে আসেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
‘অ্যামেজিং নেচার’ নামে এক্স হ্যান্ডল থেকে বৃহস্পতিবার পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি বাস্তব না প্রযুক্তির সাহায্যে তৈরি করা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই কি এমনটা ঘটেছে? খুবই অদ্ভুত ঘটনা।’’