জিমে কেউ উপস্থিত নেই। তাই নিরুপায় হয়ে ভারোত্তোলনের জন্য স্ত্রীর উপরেই ভরসা করেছিলেন যুবক। আর তা করতে গিয়ে বিপত্তি। ভারী ভারী লোহালক্কড়ের নীচে প্রায় চাপা পড়ে গিয়েছিলেন। কোনও রকমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা জিমে কসরত করছেন এক যুবক। তাঁর কোমরে বেল্ট বাঁধা। সব ছেড়ে ‘বেঞ্চ প্রেস’ (বেঞ্চে শুয়ে ভারোত্তোলন) করতে আসেন তিনি। সাহায্যের জন্য ডেকে নেন স্ত্রীকে। ওই নির্দিষ্ট ব্যায়াম করার সময় ভারী লোহার বারবেল ধরতে সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু ওই যুবক বেঞ্চে শুয়ে ভার ওঠাতেই সেখান থেকে চলে যান তাঁর স্ত্রী। বারবেল এক বার তুলেই বিপদে পড়েন যুবক। তা দেখে আবার তাঁর স্ত্রী দৌড়ে আসেন। কিন্তু বেকায়দায় ভারী লোহার চাকতি-সহ লোহার বারবেল যুবকের গলার উপর পড়ে যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা করেন স্ত্রী। কোনও রকমে ওজন সরিয়ে মৃত্যুর মুখ থেকে ফেরেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
‘গডম্যান চিকনা’ নামের এক্স হ্যান্ডল থেকে গত রবিবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘জিমে কেউ ছিল না। তাই যুবক সাহায্যের জন্য স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন।’’ ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যতটা ক্ষমতা, ততটাই ওজন ওঠানো উচিত। না হলে শক্তি দেখাতে গিয়ে এ ভাবেই বিপদে পড়তে হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যুবক আর কোনও দিন স্ত্রীর থেকে সাহায্য চাইবে না। জোর বেঁচে গিয়েছে।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘স্ত্রীর ভুলে মরতে মরতে বাঁচলেন যুবক।’’