পর্যটকদের গাড়ি দেখে শুঁড় দুলিয়ে সে দিকে তেড়ে যাচ্ছিল একটি দাঁতাল। গাড়ির একেবারে সামনে পৌঁছেও থেমে গেল সে। তরুণী চালকের কাছে বকা খেয়ে মুখ শুকিয়ে গেল হাতির। বকা খেয়ে তরুণীর দেখানো পথে ফিরে গেল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘চেকআউটজ়াম্বিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ভিতর পর্যটকদের গাড়িকে তাড়া করছে একটি দাঁতাল। ঘটনাটি আফ্রিকার জ়াম্বিয়ায় ঘটেছে। সেখানাকার এক জঙ্গলে পর্যটকদের সাফারি করাতে নিয়ে বেরিয়েছিলেন এক জন তরুণী চালক। হঠাৎ দূর থেকে পর্যটকদের গাড়ি দেখতে পায় বিশাল এক হাতি।
শুঁড় দুলিয়ে সে দিকে তেড়ে যেতে থাকে সে। দাঁতালের ভয়ঙ্কর রূপ দেখে গাড়িটি পিছনের দিকে ছুটিয়ে নিয়ে যান তরুণী চালক। গাড়িটিকে পিছিয়ে যেতে দেখে দাঁতালটি আরও জোরে ছুটতে শুরু করে। তরুণী গলা ফাটিয়ে চিৎকার করতে থাকেন। তরুণী বলতে থাকেন, ‘‘থামো, থামো। থেমে যাও।’’ তরুণীর চিৎকার শুনে গাড়ির একেবারে সামনে এসে থেমে যায় হাতিটি। হাত দেখিয়ে তরুণী ওই দাঁতালটিকে জঙ্গলের অন্য দিকে চলে যাওয়ার নির্দেশ দেন। তরুণীর কাছে ধমক খেয়ে হাতিটি অন্য দিকে মুখ ঘুরিয়ে নেয়।