বিশাল খাঁচার ভিতর ঘুরে বেড়াচ্ছিল একদল গ্যাজ়েল। খাঁচার ভিতরেই ছিল একটি কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ে জল পান করতে নেমেছিল একটি গ্যাজ়েল (হরিণবিশেষ)। টাল সামলাতে না পেরে পা পিছলে জলাশয়ের ভিতর পড়ে যায় সে। শত চেষ্টা করেও সেখান থেকে আর ডাঙায় উঠতে পারছিল না গ্যাজ়েলটি।
আরও পড়ুন:
উদ্ধারকর্তা হয়ে সেখানে হাজির হয় একটি হাতি। শুঁড় দিয়ে গ্যাজ়েলের শিং পেঁচিয়ে তাকে জলাশয়ের উপর টেনে তোলে হাতিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মোমোজ়.ইউএসএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, মধ্য আমেরিকার গুয়াতেমালার একটি চিড়িয়াখানায় গ্যাজ়েলের খাঁচায় এই ঘটনাটি ঘটেছে। খাঁচার ভিতরে থাকা জলাশয়ে জলপান করতে নেমেছিল একটি গ্যাজ়েল।
আরও পড়ুন:
পা পিছলে কোনও ভাবে সে জলে পড়ে যায়। জলের মধ্যে ডুবে যেতে থাকে সে। গ্যাজ়েলের অন্য সঙ্গীরা নিজেদের মতো ব্যস্ত থাকায় তার দিকে নজর পড়ে না। শেষমেশ গ্যাজ়েলের উদ্ধারকর্তা হয়ে সেখানে গিয়ে পৌঁছোয় একটি হাতি। গ্যাজ়েলের শিং তার শুঁড়ে পেঁচিয়ে জলাশয় থেকে টেনে তুলে নেয় হাতিটি। গ্যাজ়েলটিও ডাঙায় উঠে নিস্তার পায়।