বাড়ি থেকে কয়েকটা গলি পরেই গন্তব্য। রাস্তা মাত্র ১৮০ মিটার। এতটুকু রাস্তাও নাকি হেঁটে যেতে পারেন না তরুণী। অনলাইনে বাইক বুক করতে হয় তাঁকে। বাইকে চেপে সেই দু’মিনিটের রাস্তা অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছোন তরুণী। মাঝেমধ্যেই এমন কাণ্ড ঘটান তিনি। কারণ জিজ্ঞাসা করায় তরুণীর উত্তর শুনে মাথায় হাত বাইকচালকের। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রোহিতভ্লগস্টার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণী অনলাইনে বাইক বুক করেছেন। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেও গিয়েছেন বাইকচালক। রাস্তাতেই বাইকের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সেই তরুণী। তরুণীর কাছে ওটিপি নিয়ে সবেমাত্র বাইক চালু করতে যাবেন চালক। কিন্তু গন্তব্যস্থলের ঠিকানা দেখে চমকে গেলেন তিনি।
গন্তব্য তো সেই জায়গাটি থেকে মাত্র ১৮০ মিটার দূরে। এতটুকু রাস্তা হেঁটে না গিয়ে বাইক কেন করলেন তরুণী? মনের মধ্যে কৌতূহল দানা বাঁধতে শুরু করে বাইকচালকের। তিনি ভাবেন যে, গন্তব্যের ঠিকানা দিতে গিয়ে তরুণী কোনও ভুল করে ফেলেছেন। তাই নিশ্চিত হওয়ার জন্য তরুণীকে তা নিয়ে প্রশ্ন করেই ফেললেন বাইকচালক।
তরুণী জানান যে, তিনি ঠিক ঠিকানাই দিয়েছেন। এই পথটুকু মাঝেমধ্যেই বাইকে যান তিনি। হেঁটে যাওয়া পছন্দ করেন না তরুণী। কিন্তু খুব সহজেই তো এই রাস্তায় হেঁটে যাওয়া যায়। কারণ জিজ্ঞাসা করলে তরুণী বলেন, ‘‘সামনের গলিতে অনেক কুকুর থাকে। কুকুর দেখলে খুব ভয় পাই আমি। তাই এই রাস্তাটুকু বাইকে যাওয়াই নিরাপদ মনে হয়।’’ দু’মিনিটের রাস্তা বাইকে চেপে গেলেন তরুণী।
১৯ টাকা ভাড়া অনলাইনে হাসিমুখে মিটিয়ে দিলেন তিনি। অথচ সারা রাস্তায় একটিও কুকুরের দেখা পাওয়া গেল না। তরুণীর কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন বাইকচালকও। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুর কামড়ে দিলে ভ্যাকসিন নেওয়ার যন্ত্রণা সহ্য করার চেয়ে রোজ ১৯ টাকা খরচ করা ভাল। অন্তত তরুণী নিরাপদ রয়েছেন।’’