জামাকাপড়ের দোকানে ঢুকে পড়েছিল একটি বিড়াল। মস্ত বড় আয়নার সামনে দাঁড়িয়ে চমকে ওঠে সে। এ যে অবিকল তার মতোই দেখতে! ‘প্রতিপক্ষ’কে কোনও ভাবে জিততে দেবে না বিড়ালটি। তাই আয়নার উপর ঝাঁপিয়ে ‘লড়াই’ শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ক্যাটপিকচার্সফোল্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে। কখনও মেঝের উপর শুয়ে পড়েছে, কখনও আবার আয়নার উপর ঝাঁপিয়ে পড়ছে বিড়ালটি।
নিজের প্রতিবিম্বকে ‘প্রতিপক্ষ’ ভেবে ফেলেছে সে। তাই ‘প্রতিপক্ষ’কে তাড়ানোর জন্য যাবতীয় কাণ্ডকারখানা চালিয়ে যাচ্ছে বিড়ালটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে বোঝা গিয়েছে যে, কোনও পোশাকের দোকানে ঢুকে পড়ে আয়না দেখে চমকে গিয়েছে বিড়ালটি।
তার হাবভাব দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটি ভাবছে তার মতো অবিকল দেখতে অন্য বিড়াল দোকানে ঢুকে পড়েছে। কিন্তু তাকে কোনও ভাবেই নাগালের মধ্যে পাচ্ছে না।’’