জঙ্গলের মাঝে পিচবাঁধানো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি গরু। জঙ্গলের ভিতর থেকে তা লক্ষ করেছিল একটি বাঘ। তাই চুপি চুপি গরুটির পিছনে ধাওয়া করল সে। সুযোগ পেতেই গরুর পিঠে লাফিয়ে চেপে বসল বাঘটি। তার পর গলায় কামড় বসিয়ে শিকার করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গরুকে শিকার করার জন্য তার পিছনে ছুটছে একটি বাঘ। দৌড়তে দৌড়তে গরুর পিছনে চলে গেল সে। পিছন পিছন যে বাঘ দৌড়ে আসছে তা বুঝতে পারেনি গরুটি। তাই স্বাভাবিক ছন্দেই হাঁটছিল সে।
সুযোগ বুঝে গরুর পিঠের উপর লাফিয়ে পড়ে বাঘটি। প্রাণে বাঁচার জন্য ছটফট করতে থাকে গরুটি। কিন্তু বিশাল বাঘের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠে না গরুটি। বহু ক্ষণ ধরে গরুর গলায় কামড় বসিয়ে রাখে সেই বাঘটি। গরুটির প্রাণবায়ু উড়ে গেলে তাকে টানতে টানতে জঙ্গলের ভিতর নিয়ে চলে যায় বাঘটি। ঘটনাটি উত্তরপ্রদেশের পিলভিট জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঘটি খুব সন্তর্পণে পিছনে ধাওয়া করেছে। গরুটি বিন্দুমাত্র টের পায়নি।’’