জলের উপর মুখটুকু তুলে রয়েছে একটি বিশাল অ্যানাকোন্ডা। হঠাৎ মুখ ফাঁক করতে শুরু করল সে। চোয়াল চওড়া করে সে এক মস্ত বড় হাঁ করে কিছু ক্ষণ শুয়ে থাকল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এমভি.তাতিয়ানেলিমা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ে পাতার আড়ালে শুয়ে রয়েছে একটি বিশাল অ্যানাকোন্ডা। তার পুরো শরীর জলের তলায়। শুধুমাত্র মুখটুকু জলের উপর তুলে রয়েছে সে। চোয়াল ফাঁক করে মস্ত বড় হাঁ করছে সে।
শিকার গিলে ফেলার জন্য নয়। চোয়াল কাঁপিয়ে হাই তুলছে অ্যানাকোন্ডাটি। যেন যে কোনও মুহূর্তে দিবানিদ্রায় ডুবে যেতে পারে বিশাল সরীসৃপটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি।
আরও পড়ুন:
তবে অ্যানাকোন্ডার হাই তোলার ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অ্যানাকোন্ডার এত বিশাল হাঁ দেখে আমার সারা শরীর শিউরে উঠল। গায়ে কাঁটা দিয়ে উঠল একেবারে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘খেয়েদেয়ে পেট ভরে গিয়েছে বোধ হয়। তাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে।’’