মায়ের সঙ্গে আস্তাবলে ছিল ঘোড়ার ছানা। মায়ের সামনে দৌড়াদৌড়ি করে তার ক্ষমতা প্রদর্শন করছিল অশ্বশাবকটি। গোল গোল করে দৌড়তে গিয়ে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘তাতার_ট্র্যাভেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আস্তাবলের ভিতর দৌড়তে গিয়ে থামে ধাক্কা খেয়ে ধপাস করে উল্টে পড়ে গেল এক অশ্বশাবক। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। আস্তাবলের ভিতর মায়ের সঙ্গে ছিল অশ্বশাবকটি।
আরও পড়ুন:
পা ছুড়ে খুব জোরে সারা আস্তাবল জুড়ে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছিল সে। দেখে মনে হচ্ছে যে, মাকে কেন্দ্র করে তার চারদিকে প্রদক্ষিণ করছে ঘোড়ার ছানাটি। কিন্তু দৌড়তে গিয়ে থামে ধাক্কা খেয়ে ধপাস করে পা উল্টে পড়ে গেল অশ্বশাবকটি। মা ঘোড়াটি তার দিকে এগিয়ে যেতেই চটপট সেখান থেকে উঠে পড়ল সে। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘কী দুরন্ত ঘোড়া! কত জোরে ছুটতে পারে তা-ই মনে হয় মাকে দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে সে।’’