রাস্তা দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালাচ্ছিলেন দুই তরুণ। তাঁদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমে পড়ে একটি অতিকায় উটপাখি। লম্বা লম্বা পা ফেলে এক তরুণকে হারিয়ে দিল সে। ‘বিজয়ী’ হওয়ার আনন্দে মাঝপথেই দাঁড়িয়ে পড়ল উটপাখিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেভেনটিভিইবাইসাইকেললেরি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছেন দুই তরুণ। তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে একটি উটপাখি। লম্বা লম্বা পা ফেলে সাইকেলের গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে উটপাখিটি। এক তরুণ সাইকেল চালিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন।
এক জন তাঁর পিছন পিছন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। দৌড়ে গিয়ে সেই তরুণকে পেরিয়ে গেল উটপাখিটি। সেই জয়ের আনন্দ আর সামলাতে পারল না সে। তাই মাঝপথেই চুপচাপ দাঁড়িয়ে পড়ল অতিকায় পাখি। দুই তরুণ সাইকেল নিয়ে এগিয়ে গেলেন। এই ঘটনাটি সাউথ আফ্রিকায় ঘটেছে। মজার এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘উটপাখির তো তরুণদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খুব শখ ছিল। দারুণ দৌড় দিয়েছে।’’