চুল আধুনিক কায়দায় পরিপাটি করে কাটা। সেই চুল মাথা থেকে চোখের দিকে সোজাসুজি নেমে এসেছে। তামিলনাড়ুর মন্দিরে পোষ্য হাতির তেমনই চুলের বাহারি কায়দা দেখে হইচই পড়েছে সমাজমাধ্যমে। সেই হাতির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মান্নারগুডির শ্রীবিদ্যা রাজগোপালস্বামী মন্দিরের ওই পোষ্য হাতিটির নাম সেঙ্গামালাম। ২০০৩ সালে কেরল থেকে হাতিটিকে সেই মন্দিরে আনা হয়। তার পর থেকেই সে মন্দির কর্তৃপক্ষ এবং দর্শনার্থীদের প্রিয় পাত্র। তার ‘বব-কাট’ চুলের জন্য হাতিটিকে দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান পুণ্যার্থীরা। বাহারি চুলের ছাঁটের ছবিও তোলেন অনেকে।
যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, চুপ করে বসে রয়েছে সেঙ্গামালাম। ধৈর্য ধরে তার ‘বব-কাট’ চুল আঁচড়ে দিচ্ছেন মাহুত এস রাজাগোপাল। আরামে তার চোখ বুজে আসছে। মাঝেমধ্যে মাথা নাড়ছে। এর পর মন্দির চত্বরে ঘুরে বেড়াতেও দেখা যায় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সারকাসমিক গ্যাগ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। বৃহস্পতিবার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। সেঙ্গামালামের শান্ত স্বভাবের প্রশংসাও করেছেন অনেকে।