খোলা মাঠের মধ্যে রাখা ছিল তরমুজের টুকরো। সেখানে ঘুরে বেড়াচ্ছিল জোড়া হাতি। মূলত তাদের খাওয়ার জন্যই সেখানে তরমুজ সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই খাবারে ভাগ বসাতে এল তিন তিনটি কুকুর। এই কীর্তি একদম পছন্দ হল না হাতিদের। তাই মাটি ছুড়ে কুকুরদের সেখান থেকে তাড়াতে উদ্যত হল দু’টি হাতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইকোফ্লিক্সঅফিশিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তিনটি কুকুর মাঠে দাঁড়িয়ে তরমুজ খাওয়ার চেষ্টা করছে। কিন্তু কুকুরগুলিকে কিছুতেই খেতে দিচ্ছে না দু’টি হাতি। কুকুরগুলির সামনেই দাঁড়িয়ে রয়েছে তারা।
কুকুরগুলি যেন তরমুজ খেতে না পেরে সেখান থেকে চলে যায়, অনবরত সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে হাতি দু’টি। শুঁড় দিয়ে মাটি তুলে কুকুরগুলির দিকে ছুড়ে দিচ্ছে তারা। একটি কুকুর ভয় পেয়ে প্রথমেই সেখান থেকে পালিয়ে যায়। অন্য দু’টি কুকুর তবুও তরমুজ খাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু হাতিগুলি মাটি ছোড়া থামায় না। বাধ্য হয়ে কুকুরগুলি সেখান থেকে চলে যায়। তার পর তরমুজের স্বাদ একাই ভোগ করে হাতিরা।