হাঁটতে হাঁটতে মায়ের হাত ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিল খুদে পড়ুয়া। কিন্তু জানত না, রাস্তার মাঝেই অপেক্ষা করছে মৃত্যুফাঁদ। বেখেয়ালে সোজা সেই ম্যানহোলেই ঢুকে গেল নাবালিকা। মা এবং ভাইয়ের সামনেই ঘটে গেল অঘটন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ইয়াকুতপুরা এলাকায়। ভয়াবহ সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুটেজটি। ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ৬ বছর বয়সি একটি মেয়ে তার মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছে। মা অন্যমনস্ক হয়ে অন্য দিকে সরে যেতেই সামনে এগিয়ে যায় নাবালিকা। উপরের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। সামনেই ছিল খোলা ম্যানহোল। রাস্তার দিকে খেয়াল না করায় সোজা সেই ম্যানহোলে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে সংবিৎ ফেরে তার মায়ের। দৌড়ে এসে ম্যানহোল থেকে চট করে সন্তানকে তুলে নেন তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচে পড়ুয়া। কাছেই একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মেয়েটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মা তাকে সময়মতো টেনে বার করে আনেন। ফলে নাবালিকার কোনও গুরুতর আঘাত লাগেনি বলেই খবর।
ভাইরাল ভিডিয়োটি ‘সিনিয়র অ্যাসোসিয়েশন’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। বিতর্কও তৈরি করেছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। রাস্তার মাঝে ওই ভাবে খোলা ম্যানহোল থাকায় প্রশাসনের নজরদারি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। শিশুটির মারাত্মক কোনও ক্ষতি না হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।