রাস্তায় এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছিল একটি ছাগল। রাস্তার পাঁচিল পেরিয়ে ও পারে যেতে চাইছিল সে। কিন্তু অত উঁচুতে কী ভাবে লাফ দেবে তা ঠাহর করতে পারছিল না ছাগলটি। গা গরম করতে তাই খানিকটা পিছিয়ে গেল সে। ভালমতো প্রস্তুতি নিয়ে তার পর পাঁচিলে লাফিয়ে উঠল ছাগলটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পাঁচিলের উপর লাফ দিয়ে ওঠার চেষ্টা করছে একটি ছাগল। কিন্তু সহজে উঁচু পাঁচিলে লাফ দিতে পারছে না সে। তাই জোরকদমে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছাগলটি। কিছুটা পিছিয়ে গিয়ে তার পর পাঁচিলের দিকে দৌড়ে লাফ দিল সে। এক লাফে পাঁচিলে উঠে পড়ল ছাগলটি।
পাঁচিলের ও পারে রয়েছে একটি বাড়ি। পাঁচিল টপকে সেই বাড়ির উঠোনে নেমে পড়ল ছাগলটি। রাস্তা দিয়ে সেই সময় বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। ছাগলের এই কাণ্ড ক্যামেরাবন্দি করেন তিনি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কসরত করার আগে গা গরম করে নিচ্ছে ছাগলটি।’’