ঘাস খেয়ে আর মন ভরছে না ছাগলের। গাছের পাতার দিকে নজর পড়েছে তার। কিন্তু গাছটি এতটাই উঁচু যে, তার নাগাল পাচ্ছিল না ছাগলটি। অবশেষে তার দিকে সাহায্যের ‘হাত’ বাড়িয়ে দিল একটি গাধা। বন্ধুর ইচ্ছা পূরণ করতে ছাগলকে পিঠে চাপিয়ে নিল সে। তার পর গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ল গাধাটি। পাতার নাগাল পেয়ে মনের সুখে পেটপুরে খেতে শুরু করল ছাগলটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হাউজ়নোরুল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাধা এক ছাগলকে তার পিঠে চাপিয়ে গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে।
গাধার পিঠে দাঁড়িয়ে মনের সুখে গাছের পাতা চিবিয়ে পেট ভরাচ্ছে ছাগলটি। জানা গিয়েছে যে, গাধাটির নাম ডলি। ছাগলটির নাম অ্যাম্বার। অ্যাম্বারের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে ডলির। অ্যাম্বার মাঝেমধ্যেই লম্বা গাছের তলায় দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। সেই গাছের পাতা খেতে চায় সে। কিন্তু সহজে তার নাগাল পায় না। তাই ডলি যখন অ্যাম্বারকে কোনও লম্বা গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখে, তখনই অ্যাম্বারকে নিজের পিঠে চাপিয়ে নেয়। বন্ধুর পিঠে চড়ে পেটপুজো সারে ছাগলটি।