স্কুল শেষ। বাসে চেপে বাড়ি ফিরছে বাচ্চা মেয়েটি। তার ফেরার অপেক্ষায় বাসস্ট্যান্ডের অনতিদূরে বসে রয়েছে পাঁচ পাঁচটি ‘নিরাপত্তারক্ষী’। রাস্তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে তারা। বাসস্ট্যান্ডের দিকে একটি বাস আসতে দেখেই সোজা সে দিকে দৌড় লাগাল পাঁচটি কুকুর। স্কুলফিরতি বাচ্চা মেয়েটি নামতেই তাকে ঘিরে ধরল কুকুরগুলি।
তার পর ওই মেয়েটির সঙ্গে খেলা করতে করতে গ্রামের ভিতরের রাস্তায় হাঁটা লাগাল সকলে মিলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কাজল কুশবাহা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারের একটি মাঠে বসে রয়েছে পাঁচটি কুকুর। সকলের নজর রাস্তার দিকে।
একটি বাস আসতে দেখে বাসস্ট্যান্ডের দিকে দৌড়ে গেল তারা। বাস থেকে এক জন বালিকা নেমে পড়ল। তার পরনে স্কুল ইউনিফর্ম। মেয়েটিকে ঘিরে ধরল কুকুরগুলি। তার পর একসঙ্গে খেলা করতে করতে গ্রামের পথে হাঁটা লাগাল তারা। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন মজা করে লিখেছেন, ‘‘মেয়েটিকে কড়া নিরাপত্তাবলয়ের ভিতর রেখেছে কুকুরগুলি।’’