বন্ধুর সঙ্গে কাঠের পাটাতনে গিয়ে বিশ্রাম করছিল একটি গ্রে গাল। সাধারণত দক্ষিণ আমেরিকায় এই প্রজাতির পাখি বেশি দেখতে পাওয়া যায়। বন্ধু বসে বসে আরাম করছিল। অন্য দিকে, একটি গ্রে গাল জলাশয়ের ধারে দাঁড়িয়েছিল। আড়মোড়া ভাঙতে গিয়ে একটি ডানা মেলে পা তুলে পিছনে সরতে গিয়েছিল পাখিটি। তখনই ঘটল অঘটন। পা আর ডাঙায় পড়ল না তার। পায়ের তলায় আর মাটি খুঁজে পাচ্ছিল না সে।
আরও পড়ুন:
কিছু বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই জলের মধ্যে ধপাস করে পড়ে গেল গ্রে গালটি। বন্ধুকে হঠাৎ ‘অদৃশ্য’ হয়ে যেতে দেখে পাটাতনের উপর বসে এ দিক-ও দিক ঘাড় ঘোরাতে লাগল অন্য গ্রে গালটি। সম্প্রতি এমনই একটি মজার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অ্যানেটপামম্যান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি গ্রে গাল জলাশয়ের ধারে বিশ্রাম নিচ্ছে। একটি পাখি পাটাতনের উপর বসে রয়েছে। তার সঙ্গীটি পাটাতনের ধারে দাঁড়িয়ে রয়েছে। এক পা পিছিয়ে গেলেই সোজা জলাশয়ে। সেই দূরত্ব ঠাহর করতে পারেনি গ্রে গালটি।
পাটাতনের ধারে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে শুরু করল সে। এক দিকের ডানা মেলে, এক পা তুলে পিছিয়ে গেল সে। কিন্তু পায়ের তলায় আর ডাঙা খুঁজে পেল না পাখিটি। বিপদের আঁচ পাওয়ার মুহূর্তের মধ্যে জলে ধপাস করে পড়ে গেল সে। যে পাখিটি তার পাশে বসেছিল, সে-ও অবাক হয়ে যায়। বন্ধু পাখিটি তো তার পাশেই দাঁড়িয়েছিল! কয়েক সেকেন্ডের মধ্যে সে কোথায় ‘উধাও’ হয়ে গেল তা তদারকি করতে ঘাড় ঘুরিয়ে এ দিক-সে দিক দেখতে শুরু করল সে।