জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নবদম্পতি। তাঁদের এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে বিয়ের অনুষ্ঠানে এসেছেন ঘনিষ্ঠ আত্মীয়েরা। অতিথিদের সামনে একসঙ্গে কেক কাটছিলেন তাঁরা। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে কেক কাটার পর স্ত্রীর ঘাড় ধরে কেকের ভিতর তাঁর মুখ বসিয়ে দিলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য বেস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সাদা গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর পাশে স্যুট পরে রয়েছেন তরুণীর স্বামী। একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তাঁরা। সেই উপলক্ষে অতিথিদের সামনে কেক কেটে উদ্যাপন করছিলেন দু’জনে। কিন্তু বিয়ের আনন্দে আত্মহারা হয়ে আর নিজেকে সামলাতে পারলেন না তরুণ।
স্ত্রীর ঘাড় ধরে কেকের উপর বসিয়ে দিলেন তিনি। স্বামী যে এই কাণ্ড বাঁধিয়ে ফেলবেন তা কল্পনাও করতে পারেননি তরুণী। কেক থেকে মুখ তোলার পর দেখা যায়, তাঁর চুলে ক্রিম লেগে গিয়েছে। স্ত্রীর এই অবস্থা দেখে জয়ের ভঙ্গিতে হাত মুঠো করে তোলেন তরুণ। নববধূর চোখেমুখে বিস্ময়। যেন এই ঘটনাটি তিনি বিশ্বাসই করতে পারছেন না। তবে স্বামীর সঙ্গ দেওয়ার জন্য হেসে ফেললেন তিনি। হতভম্ব হয়ে স্বামীর দুই হাতে তালিও ঠুকলেন তরুণী।