রাস্তার ধারে সাদা গাড়ি দাঁড় করানো ছিল।তার ছাদে উঠে পড়েছিল একটি বিড়াল। কিন্তু হাঁটাহাঁটি করতে গিয়ে গাড়ির ভিতর ধপাস করে পড়ে গেল সে। কিছু বুঝতে না পেরে সামনের এক পা দিয়ে গাড়ির ছাদ থেকে ঝুলছিল বিড়ালটি। তার পর কোনও রকমে গাড়ির উপরে উঠে প্রাণে বাঁচল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওমুন্দোদোগাটো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ির খোলা ছাদ থেকে ভিতরের দিকে ঝুলছে একটি বিড়াল। কোনও রকমে সেখান থেকে উপরে উঠে পড়ল সে। তার পর নীচে লাফ দেওয়ার জন্য রাস্তা খুঁজছিল বিড়ালটি।
আসলে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ছাদের উপর উঠে পড়েছিল সেই বিড়ালটি। গাড়িটির ছাদ আংশিক খোলা ছিল। সোজা পথে হাঁটতে গিয়ে পা ফস্কে গাড়ির ভিতর পড়ে যায় সে। কী করে যে সে পড়ে গেল তা বুঝতেই পারে না বিড়ালটি। শেষমেশ গাড়ির উপর উঠে ভ্যাবাচ্যাকা খেয়ে সেখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে সে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঘের মাসি যে খুব ভয় পেয়ে গিয়েছে!’’