প্রেক্ষাগৃহে সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘রেইড ২’। এই ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। সেই গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে এক তরুণীকে। তাঁর অভিব্যক্তি এবং নৃত্যশৈলীর কারণে নেটাগরিকদের কাছ থেকে বহুল প্রশংসাও কুড়িয়েছেন তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টিএমডব্লিউ_শিবানী_মেহরা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ছাদে উঠে খালি পায়ে, খোলা চুলে এক তরুণী নাচ করছেন। তাঁর পরনে সাদা পোশাক। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ নামের হিন্দি ছবির ‘নশা’ গানটির সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে এই নাচের দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়েছেন তমন্না।
তরুণীও কোনও অংশে কম যাননি বলে দাবি অধিকাংশ নেটাগরিকদের। তরুণীর নাচের ভিডিয়োটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে তরুণীর ভিডিয়োটি। তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নাচ দেখে খুব ভাল লাগল। মুগ্ধ হয়ে গেলাম।’’ কেউ কেউ আবার তমন্নার সঙ্গেও তুলনাও করেছেন তরুণীকে।