Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
Viral Video

মানুষ না ‘সুপারম্যান’! বরের গুলাব জামুন খাওয়া দেখে উঠল প্রশ্ন, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করতে এসেছেন পাত্র। টেবিল সাজিয়ে মিষ্টি খেতে দেওয়া হয়েছে তাঁকে। পাত্রের খাওয়া দেখার জন্য ভিড় করেছে পাত্রীপক্ষ।

Video of groom eating sweet

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:০২
Share: Save:

এ কি মানুষ না কি সুপারম্যান! বিয়ে করতে আসা এক বরের কীর্তি দেখে এমন প্রশ্নই উঠেছে সমাজমাধ্যমে। তবে শক্তি প্রদর্শন করে বা অন্য কোনও কারণে এই তকমা তিনি পাননি। পেয়েছেন দ্রুত গতিতে গুলাব জামুন খেয়ে। বরের মিষ্টি খাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ঝড় তুলেছে সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করতে এসেছেন পাত্র। টেবিল সাজিয়ে মিষ্টি খেতে দেওয়া হয়েছে তাঁকে। পাত্রের খাওয়া দেখার জন্য ভিড় করেছে পাত্রীপক্ষ। পাত্র খাচ্ছেন না দেখে পাত্রীপক্ষের এক তরুণী একটি গুলাব জামুন চামচে গেঁথে পাত্রের মুখের দিকে এগিয়ে দেন। তবুও সেই মিষ্টি মুখে তোলেননি পাত্র। কিন্তু হঠাৎ করেই ‘সুপারম্যান’ ভর করে পাত্রকে। দ্রুত গতিতে চামচ থেকে মিষ্টি মুখে পুরে নেন। তাঁর মিষ্টি খাওয়ার গতি দেখে হাততালি দিতে শুরু করেন উপস্থিত সকলেই।

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ছ’লক্ষ লাইক পড়েছে ভাইরাল সেই ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Viral Video Groom Gulab jamun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE