দুবাইয়ে দাদু-দিদাকে নিয়ে ঘোরাঘুরি করছেন এক তরুণ। আকাশচুম্বী বহুতলের উপর ‘ইনফিনিটি পুল’-এও বৃদ্ধ দম্পতিকে নিয়ে গেলেন তিনি। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা দুই অশীতিপরের। সুইমিং পুলে নেমে আনন্দ আর ধরছিল না তাঁদের। পরস্পরের গায়ে জল ঢেলে ভিজিয়েও দিচ্ছিলেন তাঁরা। দাদু-দিদার জলকেলি করার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অঙ্কিতরানাবিগমাউথ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধ দম্পতি সুইমিং পুলে নেমে জলকেলি করছেন। যেমন-তেমন সুইমিং পুল নয়, দুবাইয়ের আকাশচুম্বী বহুতলের ছাদের উপর এক ‘ইনফিনিটি পুল’-এ নেমে পড়েছেন তাঁরা। হরিয়ানার বাসিন্দা তাঁরা।
হরিয়ানা থেকে দুবাই ঘুরতে গিয়েছেন বৃদ্ধ দম্পতি। দাদু-দিদার জীবনে প্রথম অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছিলেন তাঁদের নাতি। এই ধরনের সুইমিং পুলে নেমে কেমন লাগছে তা প্রশ্ন করায় দু’জনের মুখেই হাসি ফুটে উঠল। তাঁরা যে খুব খুশি হয়েছেন সে কথা নাতিকে জানালেন। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নাতি যে দাদু-দিদার সঙ্গে এমন মুহূর্ত কাটাচ্ছেন তা দেখেই ভাল লাগছে।’’